সব ব্যাংকের অংশগ্রহণে আসছে নতুন ঋণপণ্য

Picture

প্রবাসীদের জন্য সব ব্যাংকের অংশগ্রহণে একটি নতুন ঋণপণ্য চালু করার কথা জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান। এটি চালু করা হচ্ছে মূলত মালয়েশিয়ার বাজার চাঙ্গা করার জন্য। গত শুক্রবার সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশির (এনআরবি সেন্টার) উদ্যোগে মালয়েশিয়ায় আয়োজিত 'ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০১৫'-এ যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সম্মেলনে গভর্নর বলেন, হাইকমিশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সব ব্যাংকের অংশগ্রহণে একটি নতুন ঋণ প্রোডাক্ট চালু করা হচ্ছে। তিনি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অফিসকে ডিজিটাইজড করার এবং মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের কর্মস্থল ও তাদের পরিচয় সংরক্ষণের পরামর্শ দেন। বাংলাদেশ ব্যাংকের আদলে রেমিটারদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি 'হটলাইন' নম্বর স্থাপনেরও পরামর্শ দেন গভর্নর।

গভর্নর এডিবির আর্থিক সহায়তায় গৃহীত প্রকল্পের বিষয় তুলে ধরে বলেন, একটি চ্যালেঞ্জ তহবিলের মাধ্যমে ১০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসায়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং তরুণ উদ্যোক্তারাই বাংলাদেশের চেহারা বদলে দিচ্ছে। উদ্যোমী তরুণ উদ্যোক্তা এবং প্রবাসী শ্রমিকরাই বাংলাদেশের উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।

গভর্নর বলেন, 'আমাদের যেসব উদ্যমী উদ্যোক্তা দরকার তা একটি সক্ষম পরিবেশেই সৃষ্টি হচ্ছে, যেখানে মানুষ তাদের ওপর বিশ্বাস রাখতে পারে।' তিনি আশা করেন, 'আমরা যদি মালয়েশিয়ার সরকার ও নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে একটি স্বচ্ছ, ডিজিটাল ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ চুক্তি সম্পাদন করতে পারি, তাহলে শিগগিরই মালয়েশিয়া হবে বাংলাদেশের রেমিট্যান্স আয়ের অন্যতম বৃহৎ উৎস।'

তথ্যসূত্র : কালেরকন্ঠ

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment