জনশক্তি রফতানি বন্ধ থাকলেও রেমিট্যান্স প্রেরণের শীর্ষে সৌদি

জনশক্তি রফতানি বন্ধ থাকলেও রেমিট্যান্স প্রেরণের শীর্ষে সৌদি

বিগত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে জনশক্তি রফতানি বন্ধ রয়েছে। এ অবস্থা সত্বেও চলতি অর্থবছরের আগস্ট শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। সৌদির পরেই দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হিসেবে এ তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের বাজারে কর্মী পাঠানো বন্ধ থাকার পরও এসব দেশ থেকে এখনো যে পরিমাণ রেমিট্যান্স আসছে তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার ও লিবিয়া থেকে রেমিট্যান্স আসা সামান্য কমলেও বাকি দেশগুলোতে রেমিট্যান্সের ধারা ঠিক ছিল। ২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় মাস শেষে রেমিটেন্স প্রবাহের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এবং সার্বিকভাবে সৌদি আরবের অবস্থান সর্বোচ্চ। এরপরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, বাহরাইন ও কাতারের স্থান। অন্যদিকে আলোচ্য সময়ে আমেরিকার দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে বেশি। তালিকায় এরপর রয়েছে মালেশিয়া, যুক্তরাজ্য ও সিংগাপুর ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্ট শেষে দেশভিত্তিক রেমিটেন্স এসেছে মোট ২২৪ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। যা এর আগের মাস শেষে ছিল ১২৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এসময়ে সৌদি আরব থেকে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৪৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। ইউএই থেকে এসেছে ৪৩ কোটি চার লাখ ৩০ হাজার ডলার। কুয়েত থেকে চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ১৮ কোটি ২০ লাখ ডলার। এদিকে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৬ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ে মালেশিয়া থেকে এসেছে ১৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। অন্যদিকে যুক্তরাজ্য থেকে একই সময়ে এসেছে ১৫ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment