৯৫। বকেয়া কর আদায়।-

চতুর্দশ অধ্যায় 
বকেয়া কর আদায়


৯৫। বকেয়া কর আদায়।- (১) মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, সুদ, অর্থদন্ড বা জরিমানার কোন অর্থ খেলাপি করদাতা কতৃর্ক প্রদেয় হইলে, কমিশনার উক্ত বকেয়া কর খেলাপি করদাতার নিকট হইতে আদায় করিবার কার্যক্রম গ্রহণ করিবেন। 
 1[(১ক) উপ—ধারা (১) এর উদ্দেশ্যে পূরণকল্লে, কমিশনার 2[সহকারী কমিশনার] পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন মূসক কর্মকর্তাকে বকেয়া বকেয়া আদায় কর্মকর্তা (উবনঃ জবপড়াবৎু ঙভভরপবৎ—উজঙ) হিসাবে নিয়োগ প্রদান করিবেন এবং উক্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বকেয়া কর আদায় কার্যক্রম গ্রহণ করিবেন।]
 (২) বকেয়া কর প্রদেয় বলিয়া গণ্য হইবে, যদি—
 (ক) বকেয়া করের পরিমাণ দাখিলপত্রে প্রদেয় হিসাবে প্রদর্শিত হয় এবং উহা অপরিশোধিত থাকে;
 (খ) খেলাপি করদাতার উপর জারিকৃত কর নির্ধারণী 3[নোটিশে বা সার্টিফিকেট] বকেয়া করের পরিমাণ প্রদর্শিত হয় এবং খেলাপি করদাতা নোটিশে উল্লিখিত সর্বশেষ তারিখে উহা পরিশোধ করিতে ব্যর্থ হন; বা
 (গ) এই আইনের অধীন কোন কার্যক্রম নি®পত্তির ফলে কোন বকেয়া কর প্রদেয় হয় ।
 (৩) উপ—ধারা (২) এর অধীন খেলাপি করদাতা কতৃর্ক বকেয়া কর প্রদেয় হইলে,উহা আদায়ের লক্ষ্যে কমিশনার 4[বা বকেয়া আদায় কর্মকর্তা] খেলাপি করদাতার বরাবরে নোটিশ প্রেরণ করিবেন।

(৪) বকেয়া কর আদায়ের কার্যধারায়, বকেয়া করের দায় ও পরিমাণ প্রমাণের ক্ষেত্রে, উক্ত নোটিশ 5[বা সার্টিফিকেট] চূড়ান্ত প্রামাণ্য দলিল (পড়হপষঁংরাব ঢ়ৎড়ড়ভ) বলিয়া গণ্য হইবে। 
 (৫) বকেয়া কর আদায়ের ক্ষেত্রে 6[কমিশনার বা বকেয়া আদায় কর্মকর্তা] নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিবেন, যথা:
 (ক) খেলাপি করদাতার কোন অর্থ কোন আয়কর, শুল্ক, মূসক বা আবগারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকিলে, উহা হইতে নির্ধারিত পদ্ধতিতে বকেয়া কর কর্তন করিবেন;
 (খ) খেলাপি করদাতার অর্থ অপর কোন ব্যক্তি বা সহযোগী বা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের নিকট থাকিলে, উক্ত ব্যক্তি বা ব্যাংকে পরিশোধ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন;
 (গ) খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন হইতে কোন পণ্য বা সেবার সরবরাহ বন্ধের আদেশ প্রদান করিতে পারিবেন;
 (ঘ) খেলাপি করদাতার আমদানিকৃত পণ্য খালাস বন্ধের লক্ষ্যে শুল্ক ভবনের বিল অব এন্ট্রি (ইরষষ ড়ভ ঊহঃৎু) প্রক্রিয়াকরণ সিস্টেমে ব্যবসা সনাক্তকরণ সংখ্যা বন্ধ (ষড়পশ) করিতে পারিবেন; 
 (ঙ) খেলাপি করদাতার ব্যাংক হিসাব নির্ধারিত পদ্ধতিতে অপরিচালনযোগ্য (ভৎববুব) করিবার আদেশ প্রদান করিতে পারিবেন;
 (চ) খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন তালাবদ্ধ করিয়া রাখিবার আদেশ প্রদান করিতে পারিবেন বা নির্ধারিত সময় ও পদ্ধতিতে তালাবদ্ধ করিতে পারিবেন;
 (ছ) খেলাপি করদাতার যেকোন স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দ করিয়া নির্ধারিত পদ্ধতিতে বিক্রয়ের মাধ্যমে বকেয়া কর আদায় করিতে পারিবেন; বা
 (জ) খেলাপি করদাতার কোন জিম্মাদারের নিকট হইতে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে জামানত গ্রহণ করিতে পারিবেন। 
 (৬) 7[কাস্টমস কমিশনার] কতৃর্ক বকেয়া কর আদায়ের ক্ষেত্রে আমদানি শুল্ক যে পদ্ধতিতে আদায় করা হয় সেই একই পদ্ধতিতে উক্ত বকেয়া কর আদায় করিতে হইবে। 


1অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৫ এর দফা (ক) দ্বারা সন্নিবেশিত
2অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৭৪ এর দ্বারা “উপ—কমিশনার” এর পরিবর্তে প্রতিস্থাপিত
3অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৫ এর দফা (খ) দ্বারা “নোটিশ” এর পরিবর্তে প্রতিস্থাপিত
4অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৫ এর দফা (গ) দ্বারা সন্নিবেশিত

5অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৫ এর দফা (ঘ) দ্বারা সন্নিবেশিত
6অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৫ এর দফা (ঙ) দ্বারা “কমিশনার” এর পরিবর্তে প্রতিস্থাপিত
7অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৯৫ এর দফা (চ) দ্বারা “শুল্ক কমিশনার” এর পরিবর্তে প্রতিস্থাপিত

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment