৩৩। করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল।-

৩৩। করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল।- (১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময় প্রদেয় হইবে, যথা:—
 (ক) যখন সরবরাহ প্রদান করা হয়; 
 (খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়; বা 
 (গ) যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়।

(ঘ) যখন কোন সরবরাহ ব্যক্তিগহভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়। 
(২) কোন সরবরাহ আনুক্রমিক (চৎড়মৎবংংরাব) বা পর্যাবৃত্ত (চবৎরড়ফরপ) হিসাবে বিবেচিত হইলে উহগার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সবার্গ্রো ঘটে, উহা সংঘঠিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:—
 (ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়; 
 (খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়;
 (গ) যখন অনুক্রম সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়; বা
(৩) উপ—ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে কোন পণ্য (যেমনঃ পানি, গ্যাস, তৈল বা বিদ্যুৎ) বা সেবার আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে 2[৯০ (নব্বই)] দিনের মধ্যে আরোপিত মূসক পরিশোধ করিতে হইবে।


অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৭২ দ্বারা প্রতিস্থাপিত

অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬০ দ্বারা “৬০(ষাট্ট)” এর পরিবর্তে প্রতিস্থাপিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment