প্রশ্ন: মৃত্যু ছাড়া অন্যভাবে ব্যবসার উত্তরাধিকারীর ক্ষেত্রে কর নির্ধারণ

(১)     যেক্ষেত্রে কোন ব্যক্তি  পরিচালিত কোন ব্যবসা বা পেশায়  মৃত্যু ছাড়া অন্য কোনভাবে  অন্য কোন ব্যক্তি   কর্তৃক  ( এই ধারায় অত:পর উত্তরসূরী হিসেবে  উল্লেখিত) কোন আয় বৎসরে স্থলাভিষিক্ত হন এবং ঐ আয় উত্তরসূরী এই ব্যবসা বা পেশা পরিচালনা চালু রাখেন সেক্ষেত্রে
 (ক)  যে আয় বৎসরে উত্তরাধিকারীত্ব প্রাপ্ত হয়েছে  সে দিন হতে  উত্তরাধিকারীতের ¡  তারিখের সময় পর্যন্ত পূর্বসরীর আয়ের জন্য  তার কর নির্ধারণ করা হবে ; এবং
(খ) উত্তরাধিকারীতে¦র তারিখের পরবর্তী সময়ের আয় বৎরের আয়ের জন্য উত্তরসূরীর কর নির্ধারণ করা হবে

(২)    উপধারা (১) এ যা-ই উল্লেখ থাকুক  না কেন,  যেক্ষেত্রে  পূর্বসূরীকে পাওয়া যাবেনা সেক্ষেত্রে   যে আয়বর্ষে উত্তরাধিকারী হয়েছে
সে আয়বর্ষে উত্তরাধিকারী হওয়ার পূর্ববতী  সময় পর্যন্ত  এবং তার পূর্রবর্তী আয়বর্ষ বা বর্ষসমূহের জন্য  জন্য পূর্বসূরীর উপর যে পদ্ধতিতে কর নির্ধারণ করা হত  ঠিক সেভাবেই উত্তরসূরীর উপর  কর নির্ধারণ করা হবে এবং এই অধ্যদেশের  বিধানবলী যতটা সম্ভব এক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে ।
(৩)    যেক্ষেত্রে  এই ধারায় অধীনে ব্যবসা বা পেশার আয়ের উপর  কোন পরিমান  প্রদেয় অর্থ পূর্বসরী  হতে আদায় করা না যায় সেক্ষেত্রে
উপকর কমিশনার এ বিষয়ে তার ফলাফল লিপিবদ্ধ করবেন এবং ঐ অর্থ তার নিকট থেকে আদায়যোগ্য অর্থ হিসেবে বিবেচিত হবে
এবং তিনি পূর্বসরীর নিকট থেকে আদায় করবার অধিকারী হবেন ।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment