Rules-1991

Displaying 41-55 of 55 results.

৩২। অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সরবরাহ বা সেবা প্রদান।

৩২। অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সরবরাহ বা সেবা প্রদান।― (১)    কোন নিবন্ধিত ব্যক্তি অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোন প্রকৃত রপ্তানিকারককে কোন পণ্য সরবরাহ বা সেবা প্রদান (যদি প্রযোজ্য হয়) করিলে উক্ত পণ্য বা সেবাকে  ১[আইনের] ধারা ৩ এর উপ-ধারা (২) অনুযায়ী রপ্তানিকৃত বলিয়া গণ্য করা হইবে। (২) উপ-বিধি (১) এ বর্ণিত নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে  ২[আইনের] ধারা ৩৫ অনুযায়ী দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা প্রযোজ্য হ...

৩২ক। পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শূন্য করহার ও প্রত্যর্পণের সুবিধা।

 ১[৩২ক। পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে শূন্য করহার ও প্রত্যর্পণের সুবিধা।― পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান, অতঃপর উক্ত শিল্প প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, কর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবা নিম্নরূপ শর্তাধীনে আইনের ধারা ৩ এর উপ-ধারা (২) এর অধীনে রপ্তানিকৃত বলিয়া গণ্য করা যাইবে, যথাঃ (ক)    উক্ত শিল্প প্রতিষ্ঠানকে ১০০% রপ্তানিমুখী বন্ডেড ওয়্যার হাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে পণ্য সরবরাহ বা সেবা প্রদান করিতে হইবে; (খ)   &nb...

৩৩। ডাকযোগে রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।

৩৩। ডাকযোগে রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।― ডাকযোগে পণ্য রপ্তানিকারী কোন নিবন্ধিত ব্যক্তি রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে কর প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে তাহাকে  ১[ফরম] “মূসক-২৫” এ প্রদত্ত তথ্যের ঘোষণাপত্রের দ্বিতীয় অনুলিপি বৈদেশিক ডাকঘরে নিয়োজিত শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণীকরণপূর্বক দাখিলপত্র বা, প্রযোজ্য ক্ষেত্রে, প্রত্যর্পণ আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে। ১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।...

৩৪। বিদেশগামী কোন যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে প্রত্যর্পণ।

৩৪। বিদেশগামী কোন যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে প্রত্যর্পণ।― কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কোন বিদেশগামী যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীকে রপ্তানিকৃত বলিয়া গণ্য করা হইবে এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি উক্তরূপে সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রীতে ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে কর প্রত্যর্পণ গ্রহণ করিতে চাহিলে তাহাকে সংশ্লিষ্ট যানবাহন কর্তৃপক্ষের সহিত স্বাক্ষরিত চুক্তির অনুলিপি, ক্রয় আদেশ ও বাংলাদেশের পতাকাবাহী জাহাজ...

৩৪ক। ফেরৎ (Refund) প্রদান।

 ১[৩৪ক।  ২[ফেরৎ] (Refund) প্রদান।― (১) আইনের ধারা ৬৭ অনুযায়ী অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্নওভার করের  ৩[ফেরৎ] দাবীর ক্ষেত্রে আবেদনকারীকে উক্ত কর পরিশোধের  ৪[ছয়] মাসের মধ্যে ফরম  ৫[টিআর-৩১] এ তিন প্রস্থে একটি  ৬[ফেরৎ] দাবী সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা বা শুল্ক ভবনের কমিশনার বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সহকারী...

৩৪খ। সরকারের নিকট পাওনা সমন্বয়।

 ১[৩৪খ। সরকারের নিকট পাওনা সমন্বয়।― ২[(১) চলতি হিসাব সংরক্ষণের বাধ্যবাধকতা নাই এমন কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কোনো কর মেয়াদের দাখিলপত্রে সকল পাওনা সমন্বয়ের পরও তাহার নীট প্রদেয় কর ঋণাত্মক হইলে, তিনি অবশিষ্ট পাওনা পরবর্তী কর মেয়াদের প্রদেয় করের সাথে সমন্বয়ের সুযোগ পাইবেন।] (২) উপ-বিধি (১) এর বিধান মতে পরবর্তী কর মেয়াদে প্রদেয় করের সাথে পূর্বে প্রদেয় কর সমন্বয় করার পরও যদি প্রদেয় কর ঋণাত্মক হয় তাহা হইলে তৎপরবর্তী কর মেয়াদসমূহে তাহা সমন্বয় করা যাইবে। (৩) উপ-বিধি (১) ও (২) এর বিধান মতে পর পর ১২ (বা...

৩৫। বাজেয়াপ্তিকরণ ও অর্থদন্ড আরোপ।

৩৫। বাজেয়াপ্তিকরণ ও অর্থদন্ড আরোপ।― কোন নিবন্ধিত ব্যক্তি এই বিধিমালার যে কোন বিধান লঙ্ঘন করিলে,  ১[*] সংশ্লিষ্ট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের  ২[অন্যূন অর্ধেক পরিমাণ এবং অন–র্ধ্ব সমপরিমাণ] পরিমাণ অর্থদন্ডে দন্ডনীয় হইবেন এবং উক্ত লঙ্ঘন সম্পর্কিত পণ্য বা সেবা (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে  ৩[:] “তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে কোনো রাজস্ব ফাঁকি হয় নাই সেক্ষেত্রে অন্যূন ৫(পাঁচ) হাজার টাকা এবং অন&...

৩৬। বাজেয়াপ্তকৃত পণ্য সরকারের উপর বর্তাইবে।

৩৬। বাজেয়াপ্তকৃত পণ্য সরকারের উপর বর্তাইবে।―  ১[আইন] এই বিধিমালার অধীনে বাজেয়াপ্তকৃত পণ্য অবিলম্বে সরকারের উপর বর্তাইবে এবং উক্তরূপ বাজেয়াপ্তি আদেশ প্রদানকারী কর্মকর্তা বাজেয়াপ্তকৃত পণ্য গ্রহণ করিবেন এবং দখলে লইবেন। ১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।  ...

৩৭। বাজেয়াপ্তকৃত পণ্যের ব্যবস্থাপনা।

৩৭। বাজেয়াপ্তকৃত পণ্যের ব্যবস্থাপনা।― যে পণ্য বাজেয়াপ্ত হইয়াছে এবং যে পণ্যের ক্ষেত্রে বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা প্রদানের সুযোগ উক্তরূপ বাজেয়াপ্তির তারিখ হইতে তিন মাসের মধ্যে গ্রহণ করা হয় নাই, সেই পণ্য প্রকাশ্য নিলাম বা দরপত্র গ্রহণের মাধ্যমে বিক্রয় বা বোর্ড কর্তৃক নির্দেশিত অন্য কোন পন্থায়  ১[কমিশনার] ব্যবস্থাপনা করিতে পারিবেন। ১মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।...

৩৮। আদেশ বা বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা বা পরিপত্র জারির ক্ষমতা।

 ১[৩৮। আদেশ বা বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা বা পরিপত্র জারির ক্ষমতা।― এই বিধিমালা হইতে উদ্ভূত যে কোন বিষয়ে বোর্ড বা কমিশনার বা পরিদপ্তরের মহাপরিচালক সময় সময় স্ব স্ব এখতিয়ারভুক্ত বিষয় সম্পর্কে আদেশ বা বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা বা পরিপত্র জারি করিতে পারিবেন।] ১মূসক এসআরও নং-১৭৫, তারিখ: ১১/০৬/১৯৯৮ দ্বারা বিধি ৩৮ এর পরিবর্তে নূতন বিধি ৩৮ প্রতিস্থাপিত।...

৩৯। পণ্য অপসারণের সময়সীমা।

১[৩৯। পণ্য অপসারণের সময়সীমা।― (১) করযোগ্য পণ্যের বিপরীতে যথাযথভাবে কর পরিশোধ ও চালানপত্র প্রদান সাপেক্ষে, নিবন্ধিত ব্যক্তি যে কোন সময়ে তাহার প্রস্তুতকৃত বা  ২[উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা ব্যবসায়স্থল] হইতে অপসারণ করিতে পারিবেন। তবে পণ্যের প্রকৃতি, অপসারণ প্রক্রিয়া ও করদাতার অবয়ব (profile) বিবেচনাক্রমে, প্রয়োজন বোধে, ৩[কমিশনার], আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত শর্ত সাপেক্ষে, যে কোন নিবন্ধিত ব্যক্তির প্রস্তুতকৃত বা উৎপাদিত যে কোন পণ্য বা পণ্যশ্রেণীর অপসারণের সময়ের ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করিতে পারিবে...

৪১। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের নিষ্পত্তিকরণ।

৪১। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের নিষ্পত্তিকরণ।― (১) কোন নিবন্ধিত ব্যক্তি, তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত  ১[বা সরবরাহের জন্য মজুদকৃত] পণ্য কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার বা অন্য কোন কারণে সরবরাহের অযোগ্য বলিয়া মনে করিলে তিনি উক্তরূপ সরবরাহের অযোগ্য পণ্যের নিষ্পত্তিকল্পে  ২[ফরম] “মূসক-২৭” এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র  ৩[দুর্ঘটনার ক্ষেত্রে দুর্ঘটনা সংঘটিত হওয়ার বা অন্য কোন কারণের ক্ষেত্রে বিষয়টি অবহিত হওয়ার] চব্বিশ ঘণ্টার মধ্যে স্থানী...

৪০। অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ।

 ৪০। অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ।― (১) কোন নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত মূল্য সংযোজন কর প্রদত্ত কোন উপকরণ পরবর্তীতে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করিলে তিনি উহার নিষ্পত্তিকল্পে  ১[ফরম] “মূসক-২৬” এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে পেশ করিবেন। (২) উপ-বিধি (১) অনুযায়ী অবহিত হওয়ার সাত দিনের মধ্যে  ২[রাজস্ব কর্মকর্তা] সরেজমিনে তদন্ত অনুষ্ঠানপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ নিবন্ধিত ব্যক্তির ব্যবহারের অনুপযোগী বলিয়া সন্তুষ্ট হই...

৪২। এজেন্ট বা প্রতিনিধির কৃতকর্মের দায়দায়িত্ব নিবন্ধিত ব্যক্তি কর্তৃক গ্রহণ।

৪২। এজেন্ট বা প্রতিনিধির কৃতকর্মের দায়দায়িত্ব নিবন্ধিত ব্যক্তি কর্তৃক গ্রহণ।― কোন নিবন্ধিত ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১[আইন] বা এই বিধিমালার অধীনের করণীয় কোন কার্য সম্পাদনের কর্তৃত্ব প্রদান করিলে উক্ত ব্যক্তির কৃতকর্মের দায়দায়িত্ব নিবন্ধিত ব্যক্তির উপরই বর্তাইবে। ১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।...

৪৩। সরকারের পাওনা আদায় পদ্ধতি।

 ১[৪৩। সরকারের পাওনা আদায় পদ্ধতি।― (১) ধারা ৫৬-এ উল্লিখিত ব্যবস্থা গ্রহণের পূর্বে সরকারী পাওনায় দায়বদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিকে মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক অন্ততঃ দুইবার লিখিতভাবে উক্ত পাওনা পরিশোধের জন্য অবহিত করিতে হইবে। প্রতিটি পত্রে কমপক্ষে সাত দিন করিয়া সময় দিতে হইবে। তাঁহার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ, স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয় বা বিনা ক্রোকে বিক্রয় করিতে হইলে তাহাকে কমপক্ষে দুই সপ্তাহের নোটিশ প্রদান এবং সংশ্লিষ্ট ব্যক্তি চাহিলে তাঁহাকে ব্যক্তিগত শুনানির সুযোগ প্রদান ব্যতী...