Rules-1991

Displaying 21-40 of 55 results.

১৭। সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদান।

১[১৭। সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে চালানপত্র প্রদান।―  ২[(১) সেবা প্রদান বা সেবা রপ্তানির ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি বিধি ১৬ এর উপ-বিধি (১) এ বর্ণিত ফরমে অথবা আইন পরামর্শক, ইমিগ্রেশন উপদেষ্টা, কোচিং সেন্টার এবং ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃক সেবা প্রদানের ক্ষেত্রে ফরম “মূসক-১১ঘ” এ দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিবেন এবং উক্তরূপে তৈরিকৃত চালানপত্রের : (ক)     মূল অনুলিপিটি সেবার ক্রেতা বা গ্রাহককে প্রদান করিবেন এবং সেবার ক্রেতা বা গ্রাহক যদি নিবন্ধিত হন ...

১৭ক। ক্রেডিট নোট ও ডেবিট নোট।

১[১৭ক। ক্রেডিট নোট ও ডেবিট নোট।― (১) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক চালানপত্র পূরণ বা প্রদানের পর বা চলতি হিসাবে প্রদেয় কর সমন্বিত করার পর তাহা বাতিল করার প্রয়োজন হয়, কিংবা পণ্য সরবরাহের বা সেবা প্রদানের পর তাহা সম্পূর্ণ বা আংশিকভাবে ফেরত প্রদত্ত হয় কিংবা পণ্য সরবরাহের বা সেবা প্রদানের প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয় কিংবা চালানপত্রে প্রকৃত প্রদেয় করের তুলনায় অধিক কর উল্লিখিত হয়, সেইক্ষেত্রে তিনি বাতিলকৃত চালানপত্রে প্রদর্শিত কর কিংবা ফেরতপ্রদত্ত পণ্য বা সেবার বিপরীতে প্রদত্ত কর কিংবা চালানপত্রে অধ...

১৮। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে চালানপত্র প্রদান।

১৮। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে চালানপত্র প্রদান।―  ১[(১) নিবন্ধিত সরবরাহকারী উপকরণের সরাসরি আমদানিকারক হইলে, সংশ্লিষ্ট বিল অব এন্ট্রি, যাহাতে আমদানি পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর পৃথকভাবে প্রদর্শিত হইবে, রেয়াতের জন্য চালানপত্র বলিয়া গণ্য হইবে।]  ২[(২) বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানিকৃত পণ্য সরবরাহকালে চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিতে হইবে, তন্মধ্যে― (ক)    মূল অনুলিপিটি পণ্যের ক্রেতাকে প্রদান করিতে হইবে; (খ)    দ্বিতীয় অনুলিপিটি পণ্য সরবরাহের  ৩[ ৪[৫(প...

১৮ক। সরবরাহ গ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন।

১[১৮ক। সরবরাহ গ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন।― (১) নিম্নলিখিত সংস্থা বা প্রতিষ্ঠানকে, অতঃপর ‘উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী’ বলিয়া উল্লিখিত,  ২[সেবা] গ্রহণের সময় উৎসে মূল্য সংযোজন কর কর্তন করিতে হইবে, যথাঃ- (ক)    সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; (খ)    এনজিও; (গ)    ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠান; (ঘ)    লিমিটেড কোম্পানি; বা (ঙ)    শিক্ষা প্রতিষ্ঠান। (২)...

১৮খ। উৎসে কর্তিত মূল্য সংযোজন কর এর প্রত্যয়নপত্র।

 ১[ ২[১৮খ। উৎসে কর্তিত মূল্য সংযোজন কর এর প্রত্যয়নপত্র।― (১) উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী উৎসে মূল্য সংযোজন কর কর্তনের ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে কর্তনকারীর সংশ্লিষ্ট কমিশনারেট কোডে কর্তিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন। (২) উপ-বিধি (১) এর অধীন কর্তিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের পর কর্তনকারী অনধিক ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে “ফরম মূসক-১২খ” তে একটি প্রত্যয়নপত্র (ট্রেজারি চালানের মূলকপিসহ) উৎসে কর্তনকারীর সংশ্লিষ্ট মূসক সার্কেলে এবং একটি অনুলিপি (ট্রেজারি চালানের ছায়ালিপিস...

১৮গ। বিলুপ্ত

 ১[১৮গ। বিলুপ্ত] ১মূসক এসআরও নং-১৭৯, তারিখ: ০৭/০৬/২০১২ দ্বারা বিলুপ্ত।

১৮ঘ। বিলুপ্ত

 ১[১৮ঘ।  বিলুপ্ত] ১মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা বিলুপ্ত।

১৮ঙ। বিবিধ ফি, রয়্যালটি, চার্জ, ইত্যাদি ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন।

 ১[১৮ঙ। বিবিধ ফি, রয়্যালটি, চার্জ, ইত্যাদি ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন।―  ২[(১) সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আপাততঃ বলবৎ কোন আইনের অধীন (অ) লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট প্রদান বা নবায়নকালে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর উৎসে ম–ল্য সংযোজন কর কর্তন করিতে হইবে; (আ) প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উলি-খিত শর্তের আওতায় রাজস্ব বণ্টন (ৎবাবহঁব ংযধৎরহম), রয়্যালিটি, কমিশন, চার্জ, ফি বা অন্যকোনভাবে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর উক্তরূপ সুবিধ...

১৯। উপকরণ কর রেয়াত পদ্ধতি।

১৯। উপকরণ কর রেয়াত পদ্ধতি।― (১) যে কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান বাবদ  ১[কোন কর মেয়াদে] তৎকর্তৃক প্রদেয় উৎপাদ করের বিপরীতে  ২[আইনের] ধারা ৯ অনুযায়ী মূল্য সংযোজন কর এবং প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ১৩ অনুযায়ী মূল্য সংযোজন করসহ অন্যান্য কর ও শুল্ক  ৩[উক্ত কর মেয়াদে] রেয়াত গ্রহণ করিতে পারিবেন। ৪[(১ক) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, করযোগ্য পণ্য উৎপাদন বা সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের সহিত স¤পৃক্ত এইরূপ স্থান, স্থাপনা বা অঙ্গনে ব্যবহৃত― (ক)   &...

২০। বিলুপ্ত

 ১[২০। বিলুপ্ত] ১মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিলুপ্ত।

২১। আইন প্রবর্তনকালে মজুদ উপকরণের উপর প্রদত্ত কর রেয়াত।

২১।  ১[আইন] প্রবর্তনকালে মজুদ উপকরণের উপর প্রদত্ত কর রেয়াত।― (১) বাংলাদেশে মূল্য সংযোজন কর  ২[আইন] বলবৎ হওয়ার তারিখে নিবন্ধিত ব্যক্তির নিকট আবগারী শুল্ক বা বিক্রয় কর পরিশোধিত উপকরণের মজুদ থাকিলে অথবা মূল্য সংযোজন কর  ৩[আইন] প্রবর্তনের পরবর্তী কোন তারিখে নূতনভাবে মূল্য সংযোজন করের আওতায় আনীত কোন পণ্য উৎপাদনে ব্যবহৃতব্য উপকরণের মজুদ থাকিলে তিনি, তাহার ৪[দুই মাসের] গড় মজুদ উপকরণের মূল্যের বা প্রকৃত মজুদের মূল্যের, যাহাই কম হউক না কেন,  ৫[দশ শতাংশ] পরিমাণ অর্থ উপকরণ কর রেয়াত হিসেবে গ্রহণ করিতে পার...

২২। হিসাবরক্ষণ।

২২। হিসাবরক্ষণ।― (১) যে কোন নিবন্ধিত ব্যক্তিকে তাহার পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল  ১[বা ব্যবসায়স্থল] বা সেবা প্রদানের স্থানে নিম্নবর্ণিত পুস্তকসমূহ, যাহাই প্রযোজ্য হয়, যথাযথভাবে সংরক্ষণ করিতে হইবে, যথা:- ২[(ক)     ক্রয় হিসাব পুস্তক।― এই পুস্তকে করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবার ক্রয়-সংশ্লিষ্ট তথ্যাবলী ফরম “মূসক-১৬”-এ লিপিবদ্ধ করিতে হইবে; (খ)    বিক্রয় হিসাব পুস্তক।― এই পুস্তকে করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা উক্তরূপ পণ্য ...

২৩। কর পরিশোধ।

২৩। কর পরিশোধ।―  ২[(১) যেকোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৩ বা, প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ৩ ও ধারা ৭ অনুযায়ী প্রদেয় কর অথবা অন্য যেকোনো সরকারি পাওনা, যথাক্রমে বিধি ২২ এ বর্ণিত চলতি হিসাবে সমন্বয় এবং বিধি ২৪ এর উপ-বিধি (৩) এ বর্ণিত দাখিলপত্র পেশ করার পূর্বে সংশ্লিষ্ট কর মেয়াদে প্রদেয় উৎপাদ কর বা অন্য যেকোনো সরকারি পাওনা হইতে রেয়াতযোগ্য উপকরণ কর বাদ দিয়া নীট পরিমাণ অর্থ ট্রেজারিতে জমা প্রদানপূর্বক পরিশোধ করিতে হইবে।] (২) যে কোন পণ্যের চালান পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদ...

২৪। দাখিলপত্র পেশকরণ।

২৪। দাখিলপত্র পেশকরণ।― (১) প্রত্যেক করযোগ্য  ১[পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী] বা করযোগ্য সেবা প্রদানকারীকে প্রতিটি কর মেয়াদের জন্য  ২[ফরম] “মূসক-১৯” এ দাখিলপত্রের দুইটি অনুলিপি কর মেয়াদ পরবর্তী মাসের  ৩[১৫(পনের) তারিখের] মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা দিতে হইবে  ৪[:     ৫[তবে শর্ত থাকে যে, ১৫ (পনের) তারিখে সরকারী ছুটি থাকিলে অবশ্যই তৎপূর্ববর্তী কার্যদিবসে যথানিয়মে ফরম “মূসক-১৯” এ দাখিলপত্র জমা প্রদান করিতে হইবে।*]] [তবে আরও শর...

২৫। দাখিলপত্রের পরীক্ষা।

২৫। দাখিলপত্রের পরীক্ষা।―  ১[(১) বিধি ২৪ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত দাখিলপত্রে উল্লিখিত  তথ্যাদি এবং উহার সহিত সংযুক্ত দলিলাদি উক্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রাজস্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত ২[সহকারী রাজস্ব কর্মকর্তা] এবং স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের ৩[রাজস্ব কর্মকর্তা] কর্তৃক পরীক্ষাপূর্বক যথাযথ বলিয়া বিবেচিত হইলে  ৪[, ধারা ৩৬ এর উপ-ধারা (৪) এর বিধান ক্ষুন্ন না করিয়া,] তাহারা উভয়ে আলাদাভাবে স্বীয় স্বাক্ষর ও সিল মোহর দ্বারা সেই মর্মে প্রত্যয়ন করিবেন এবং সংশ্লিষ্ট  ৫[রাজস্ব কর্মকর্তা] উক্তরূপে প্রত্য...

২৭। রপ্তানি পদ্ধতি।

 ১[২৭। রপ্তানি পদ্ধতি।― (১) রপ্তানিতব্য পণ্যকে যে মোড়কে মোড়কজাত করা হয় উহার প্রতিটির উপর অমোচনীয় কালিতে বৎসরওয়ারী একটি ক্রমিক সংখ্যা এবং রপ্তানিকারকের নাম ও অন্য কোন মার্কা থাকিলে উহা উল্লেখ করিতে হইবে এবং প্রতিটি মোড়কের উপর অমোচনীয় কালিতে “রপ্তানির জন্য” চিহ্ন সম্বলিত সীল মোহর দ্বারা সীল করিতে হইবে। (২) যদি কোন রপ্তানিকারক তৎকর্তৃক রপ্তানিতব্য পণ্যের পরীক্ষা পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনস্থল বা অন্য কোন অনুমোদিত স্থানে সম্পন্ন করাইতে চাহেন তাহা হইলে তিনি এই মর্মে উক্ত রপ্তানিতব্য পণ্য রপ্ত...

২৮। রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।

২৮। রপ্তানির ক্ষেত্রে প্রত্যর্পণ।― (১) যে কোন নিবন্ধিত রপ্তানিকারক তৎকর্তৃক রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে বা রপ্তানিকৃত সেবায় ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত কর  ১[চলতি হিসাবে সমন্বয়ের মাধ্যমে রেয়াত গ্রহণে সক্ষম না হওয়ায় পরিদপ্তর হইতে] প্রত্যর্পণ হিসেবে গ্রহণ করিতে চাহিলে তাহাকে পরিদপ্তর কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একটি ব্যাংক একাউন্ট খুলিতে হইবে। (২) রপ্তানি প্রত্যর্পণ গ্রহণে “প্রতিষ্ঠিত রপ্তানিকারক”-এর সুবিধা ভোগ করিতে হইলে যে কোন রপ্তানিকারককে  ২[ফরম] “মূসক-২১” এ স্থানীয় ...

২৯। দাখিলপত্রের ভিত্তিতে রপ্তানি প্রত্যর্পণ।

২৯। দাখিলপত্রের ভিত্তিতে রপ্তানি প্রত্যর্পণ।― (১) যে রপ্তানিকারক করযোগ্য পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে বা করযোগ্য সেবা প্রদানে নিয়োজিত এবং যাহার ক্ষেত্রে উৎপাদ কর প্রদানের বাধ্যবাধকতা রহিয়াছে কিন্তু প্রতিটি করমেয়াদে রপ্তানিবাবদ রেয়াতযোগ্য কর প্রদেয় উৎপাদ কর অপেক্ষা অধিক হয়, তিনি এবং যে রপ্তানিকারক তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত করযোগ্য পণ্য বা প্রদত্ত করযোগ্য সেবা একশত শতাংশ রপ্তানি করেন কিন্তু উক্তরূপ পণ্য বা সেবা দেশে সরবরাহ বা প্রদান করিলে উৎপাদ কর প্রদানে বাধ্য হইবেন তিনি দাখিলপত্রের ভিত্তিতে কর প্রত্যর্পণ ...

৩০। আবেদনপত্র দাখিলপূর্বক প্রত্যর্পণ গ্রহণ।

৩০। আবেদনপত্র দাখিলপূর্বক প্রত্যর্পণ গ্রহণ।― (১) যে নিবন্ধিত ব্যক্তি― (ক)    বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানি করেন; বা (খ)    অব্যাহতিপ্রাপ্ত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনপূর্বক রপ্তানি করেন বা অব্যাহতিপ্রাপ্ত সেবা রপ্তানি করেন কিন্তু কোন করযোগ্য পণ্য সরবরাহ করেন না বা করযোগ্য সেবা প্রদান করেন না; বা (গ)    যে ব্যক্তি  ১[আইনের] ধারা ১৬ অনুযায়ী নিবন্ধন হইতে অব্যাহতিপ্রাপ্ত তাহাকে, রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে বা রপ্তানিকৃত সেবায় ব্যবহৃত উপকরণের উপর...

৩১খ। বিলুপ্ত

১[৩১খ। বিলুপ্ত] ১মূসক এসআরও নং-৫৪৬, তারিখ: ০২/০৬/২০১০ দ্বারা বিধি ৩১খ বিলুপ্ত।