রিটার্ন ফিলাপের কিছু গুরুত্বপূর্ণ টিপস

১.    গত বছরের রিটার্ন এর ফটোকপি সঙ্গে রাখুন।
২.    প্রয়োজনীয় কাগজ পত্রের একটি তালিকা তৈরি করুন।
৩.    কাগজ গুলো ভালভাবে পরীক্ষা করুন নির্দিষ্ট সময়ের কি না। যেমন: ২০১৬-২০১৭ কর বছরের জন্য জুলাই ২০১৫ থেকে জুন ২০১৬ পর্যন্ত সময়ের মধ্যে হতে হবে।
৪.    রিটার্নের একটি ফটোকপি করুন এবং গত বছরের রিটার্ন দিয়ে খসড়া রিটার্ন তৈরি করুন।
৫.    প্রতিটি কাগজের দুইটি করে কপি করুন।
৬.    স্বাক্ষর করার আগে কম পক্ষে দুই বার চেক করুন।
৭.    যারা নিজে রিটার্ন ফিলাপ না করে অন্যদের উপর নির্ভরশীল তারা সুপ্রশিক্ষিত এবং দায়িত্বশীল ব্যাক্তি ছাড়া  কোন মতেই ব্ল্যাংক রিটার্নে স্বাক্ষর করবে না।
৮.    স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথ পরীক্ষা করুন এবং এই বছরের নতুন কোন সম্পদ থাকলে তা ভালভাবে পরীক্ষা করুন।
৯.    মনে রাখবেন আয়নার সামনে দাড়ালে আপনার চেহারা যেমন দেখা যাবে, রিটার্নে আপনার সম্পদের আয় এবং ব্যয়ের সম্পূর্ণ চিত্র ফুটে উঠবে।
১০.    স্বাক্ষর করার পর একটি সেট আপনার ট্যাক্স ফাইলে সংরক্ষণ করুন।
১১.   রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করুন।

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment