রিটার্ন তৈরি করার আগের চেক লিষ্ট

রিটার্ন তৈরি করার আগে একটি চেক লিষ্ট তৈরি করুন                 
আয়ের বিবরণীঃ                            
১.বেতন খাতে আয়                                    টাকা.........    প্রমানাদি (ফটোকপি সংযুক্ত করবেন)
২.সিকিউিরিটির উপর সুদ খাতে আয়              টাকা.........    
উপযুক্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বেতন সার্টিফিকেট।
                                                                               অর্জিত সুদের স্বপক্ষে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত
৩.গৃহ সম্পত্তি কাতে আয়ঃ
ক. গৃহের তলা ভিত্তিক ফ্লোরস্পেস ও ভাড়া    ...............    ভাড়ার চুক্তিপত্র।
খ. পৌর করের পরিমান                           টাকা.........    পৌরকর প্রদানের রশিদ,
গ. বন্ধকী ঋণের উপর সুদ                       টাকা.........    ব্যাংকের ইস্যুকৃত বিবরণী বা কম্পিউটার নীট
ঘ. বাসস্থান খালি থাকলে তার সময়কাল       টকা..........    উপ কর কমিশনারকে জানানো হলে পত্রের কপি।

৪.কৃষি আয়ঃ
ক. কৃষি জমির পরিমাণ                            ...............
খ. ফলনকৃত শস্যের পরিমাণ                     ...............
গ. ......... বাজারমূল্য                              টাকা.........
৫.ব্যবসা বা পেশা খাতে আয়ঃ                    টকা..........    স্থিতি পত্র ও আয়-ব্যয়ের বিবরণী (যদি থাকে)

৬.মূলধনী লাভঃ
ক. মূলধনী সম্পদের বিক্রয়মূল্য                  টাকা.........    বিক্রিত চুক্তিপত্র ও বিক্রয়ের রসিদ
খ. বিক্রিত সম্পদের ক্রয়মূল্য                     টাকা.........    ক্রয়ের দলিল অথবা প্রমানপত্র
গ. আনুষঙ্গিক মূলধনী ব্যয়                         টাকা.........    ক্রয় ও আনুষঙ্গিক মূলধনী ব্যায়ের প্রমাণপত্র

৭. অন্যান্য উৎস খাতে আয়ঃ
ক.লভ্যাংশ                                            টাকা.........    ডিভিডেন্ট ওয়ারেন্ট
খ. সুদ                                                 টাকা.........    ব্যাংক সার্টিফিকেট সুদেও উপর উৎসে কর কর্তনের এবং ব্যাংক বিবরনী
গ. অন্যকোন উৎস                                  টাকা.........    আয়ের স্বপক্ষে প্রমাণপত্র
ঘ. এফডিআর/সঞ্চয়                                 টাকা.........

বাদঃ কর রেয়ায়েতের জন্য বিবেচ্য বিনিয়োগ
ক. জীবন বিমার প্রদত্ত কিস্তি                        টাকা.........    প্রিমিয়ার রিসিট
খ. ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক ভাতা প্রাপ্তির
    উদ্দেশ্যে চাঁদা                                     টাকা..........    উপযুক্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বেতনরে
গ. ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ অনুযায়ী
    প্রযোজ্য ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা         টাকা.........    সার্টিফিকেট।
ঘ. স্বীকৃত ভবিষ্য তহবিলে স্বীয়
    ও নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা             টাকা.........    সার্টিফিকেটের ফটোকপি
ঙ. অনুমোদিত বয়সজনিত তহবিলে
    প্রদত্ত চাঁদা                                         টাকা.........    নিয়োগ কর্তার সার্টিফিকেট
চ. অনুমোদিত ঋণপত্র বা ডিবেঞ্চার স্টক,
    স্টক বা শেয়ার এ বিনিয়োগ                    টাকা.........    বিনিয়োগের প্রমাণপত্র
ছ. ডিপোজিট পেনশন স্কীমে প্রদত্ত চাঁদা          টাকা.........    ব্যাংকের সার্টিফিকেট সর্বোচ্চ ৬০,০০০
জ. কল্যান তহবিলে প্রদত্ত চাঁদা এবং
    গোষ্ঠী বিমা স্কীমের অধীন প্রদত্ত কিস্তি          টাকা.........    নিয়োগ কর্তার সার্টিফিকেট
ঝ. যাকাত তহবিলে প্রদত্ত চাঁদা                      টাকা.........  প্রমাণপত্র
ঞ. অন্যান্য, যদি থাকে (বিবরণ দিন)             টাকা.........  প্রমাণপত্র

 

About Author

Profile Picture

Mijan Niloy

Leave a Comment