Jurisdiction

জুরিসডিকশন (অধিক্ষেত্র) নতুন করদাতার জন্য অতি প্রয়োজনীয় তবে এবার কর বিভাগের ব্যাপক সম্প্রসারণ হেতু পুরাতন করদাতার জন্যও দরকারী।

Jurisdiction always very important for new assessee, but due to huge expansion of income tax offices this time also become very much needful for the old assessee.

Jurisdiction 2015

করদাতাদের সার্বিক সেবা প্রদানের জন্য সারাদেশে ৬৪৯টি সার্কেল গঠিত। সার্কেল অফিসই মূলত: করদাতার সেবা গ্রহণ/প্রদানের মূল কেন্দ্রবিন্দু। সার্কেল কর্মকর্তা (ডিসিটি) সার্কেলের অধিক্ষেত্রাধীন করদাতাদের সেবা প্রদান করেন।

দেশে বিভিন্ন মর্যাদার করদাতা বিদ্যমান। করদাতাকে একদিকে সুষ্ঠু সেবা প্রদান অন্যদিকে করদাতার সুষ্ঠু সেবা গ্রহণের ব্যবস্থাবলয় তৈরীর জন্যই সার্কেলে জুরিসডিকশন (অধিক্ষেত্র)। সকল কর কমিশনারের জারীকৃত প্রজ্ঞাপন বিশ্লেষণ করে সার্কেল জুরিসডিকশন (অধিক্ষেত্র)এর সফটওয়ারটি তৈরী। সফটওয়ার ব্যবহার করে যে কোন প্রান্ত হতেই করদাতার অধিক্ষেত্র জানতে/দেখতে পারবেন।

চাহিদা মোতাবেক কোন তথ্য ভুল দেখালে তা যদি আমাদের জানান তবে অচিরেই শুদ্ধ করতে সচেষ্ট হবো এবং ফলশ্রুতিতে অন্যরা উপকৃত হবেন। নির্ভুল করার প্রক্রিয়ায় আপনার সরাসরি অংশগ্রহণের দাবী রাখছি।

ব্যবহার বিধি:

কোম্পানী: ব্যবহারকারীর সুবিধা বিবেচনায় কোম্পানী নামে আলাদা বাটন সংযোজিত। জেলাওয়ারী কোম্পানীর জুরিসডিকশন। সুতরাং কোম্পানী বাটনে ক্লিক করে জেলা সিলেক্ট করুন, অপেক্ষা করুন পরবতী কার্যক্রমের, আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সার্কেল।

সার্ভিস(চাকুরী)এর ক্ষেত্রে নিয়োগকারী বা চাকুরীস্থল, প্রোফেশন(পেশা)এর ক্ষেত্রে পেশার নাম বা স্থান, বিজনেস(ব্যবসা)এর ক্ষেত্রে ব্যবসার নাম বা স্থান বিবেচনা করতে হবে এবং একই নিয়মে কাঙ্খিত সার্কেল পাবেন।

To render better services to taxpayers the whole country has divided in 649 circles. Circle offices are the key point for the assessee and taxes authority regarding the exchange of services. The respective officer (DCT) renders the requisite various services to the assessee as per jurisdiction of that circle.

In respective of status so many assessee have in the country. The jurisdiction has been created to exchange the proper services between the tax authority and the assessee of various statuses. Analyzing all jurisdictions of different taxes zone, this software named JURISDICTION being developed. The assessee from anywhere using this software can find out the name of the circle, address & other information with location where to be assessed.

As per your requirement if any information shown wrongly please inform us where we will be able to correct the data and that will help to others. We expect your heartfelt participation for excellent development of the software.

How to use:

Company: new button named COMPANY included with a view for easy searching. The jurisdiction of company is always as per civil district territory. So first click the button 'COMPANY', then select the district on the box & wait for seconds for next message and as per message move forward you will reach your destination- the desire circle.

To search the jurisdiction for services, professionals, business respectively the employer/place of posting, selective name of profession/place, name of the business/place of business to be followed and search as above way to reach the destination- the desire circle.

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment